ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে যুক্ত থাকা এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে আমেরিকার বিচার বিভাগ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই কর্মকর্তারা ট্রাম্পের বিরুদ্ধে করা দুটি ফৌজদারি মামলার তদন্তে কাজ করছিলেন। বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথের অধীনে পরিচালিত এই তদন্তের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের নীতিমালা বাস্তবায়নে তাদের আর বিশ্বাস করা সম্ভব নয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিচার বিভাগের পক্ষ থেকে সোমবার এক ডজনেরও বেশি আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে। তারা ক্যাপিটল হিলে দাঙ্গায় উসকানি দেওয়া এবং সরকারি গোপন নথি সরানোর অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে দুটি মামলায় তদন্ত করছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালে বিশেষ কৌঁসুলি হিসেবে নিয়োগপ্রাপ্ত জ্যাক স্মিথ ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলো পরিচালনা করছিলেন। তবে ট্রাম্পের শপথ গ্রহণের আগেই জ্যাক স্মিথ পদত্যাগ করেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর তাঁর বিরুদ্ধে করা ফৌজদারি মামলাগুলো খারিজ হয়ে যায়।