রেলের কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো পূরণের পরও তারা কেন আন্দোলন করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা জানান, "রেলের কর্মচারীদের জন্য মানবিক দিক বিবেচনায় যতটুকু করা সম্ভব, তা করেছি। ওভারটাইম সংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে। তবে এর বাইরের যেসব দাবি উত্থাপন করা হয়েছে, সেগুলো পূরণ করা দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সম্ভব নয়।"
সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রসঙ্গে তিনি বলেন, "এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এটি দেওয়া হবে কি না, তা পরে বিবেচনা করা হবে।"
তিনি আরও জানান, বিদেশি মিশনের কর্মকর্তা-কর্মচারীদের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে, সেটি অনেক আগের সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর করা হচ্ছে। পাশাপাশি, রমজানে যেন চাল ও গমের ঘাটতি না হয়, সেজন্য মজুদ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সালেহউদ্দিন আহমেদের এই বক্তব্য রেলের কর্মচারীদের চলমান আন্দোলনের প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করে। তবে কর্মচারীদের দাবিদাওয়া নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনার বিষয়টি এখনো অনিশ্চিত।
Mytv Online