রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রেলের রানিং স্টাফদের চলমান কর্মবিরতি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি বলেন, রানিং স্টাফদের বেশিরভাগ দাবি ইতোমধ্যে পূরণ করা হয়েছে, কিছু দাবি এখনও অর্থবিভাগে পাঠানো হয়েছে। তবে যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি পালন করা একেবারেই অগ্রহণযোগ্য।
উপদেষ্টা আরও জানান, রানিং স্টাফদের সঙ্গে গতকাল রাত ১০টা পর্যন্ত আলোচনা হয়েছে, যেখানে রেলের কর্মকর্তারা, শ্রমিক সংগঠনের নেতারা এবং পুলিশও উপস্থিত ছিলেন। তিনি বলেন, "আলোচনার দ্বার খোলা আছে, রানিং স্টাফরা চাইলে আমরা আবারও আলোচনা করতে প্রস্তুত।" তবে তিনি স্পষ্ট জানান, আন্দোলন না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা উচিত।
রানিং স্টাফরা পেনশন এবং আনুতোষিক সুবিধার ক্ষেত্রে অ্যালাউন্স যোগ করার দাবি জানিয়েছিলেন। তাদের অভিযোগ, বর্তমান কাজের চাপ অত্যধিক। দিনে ৮ ঘণ্টার বদলে ১৫ থেকে ১৮ ঘণ্টা কাজ করতে হয়, কিন্তু দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি এবং অন্যান্য সুবিধা দেওয়ার দাবি উঠলেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ পাওয়া যায়নি।
সোমবার রাতে কমলাপুর স্টেশন থেকে ট্রেন চললেও, মধ্যরাত থেকে রানিং স্টাফরা কর্মবিরতি শুরু করেন। এদিকে, রানিং স্টাফরা রেল ভবনে বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে এবং দাবি পূরণের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, "সরকারকে বাধ্য করে দাবি আদায়ের চেষ্টা করলে অন্য ব্যবস্থা নেওয়া হবে।" এ ধরনের পরিস্থিতি রেলের কার্যক্রমে বাধা সৃষ্টি করছে, তাই উভয়পক্ষের মধ্যে দ্রুত সমাধানের জন্য আলোচনার আহ্বান জানানো হয়েছে।
Mytv Online