বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি সতর্ক করেছে যে, এসব অব্যাহত থাকলে নির্বাচনী সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের নেয়া পদক্ষেপগুলো ব্যাহত হতে পারে।
এইচআরডব্লিউ সম্প্রতি বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি ৫০ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করেছে, যা জুলাই মাসের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী পুরোনো নিপীড়নমূলক ভূমিকায় ফিরে গেছে, যা দেশের জন্য সংকট সৃষ্টি করতে পারে।
সংস্থাটি জানায়, পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়া ফৌজদারি মামলা দায়ের করছে, ফলে যেকোনো ব্যক্তিকে যেকোনো অবস্থায় হয়রানি করার সুযোগ পাচ্ছে। এ অবস্থায় মানুষের মৌলিক অধিকার ভঙ্গের ঝুঁকি বেড়ে যাচ্ছে।
এইচআরডব্লিউ আরও দাবি করেছে যে, অন্তর্বর্তী সরকারকে দ্রুত গুম বিষয়ে অনুসন্ধান কমিশনের সুপারিশ অনুযায়ী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করতে হবে। পাশাপাশি, বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে নতুন অধ্যাদেশ চালু করায় সংস্থাটি উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, নতুন অধ্যাদেশে পূর্বের আইনের মতোই কিছু ক্ষতিকর ধারা-উপধারা রাখা হয়েছে, যা নাগরিক স্বাধীনতা এবং মানবাধিকারের ক্ষেত্রে ঝুঁকি সৃষ্টি করতে পারে।