ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটন যাচ্ছেন। এই সাক্ষাৎটি হবে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর অন্য দেশের কোনো রাষ্ট্র বা সরকারপ্রধানের সঙ্গে প্রথম সাক্ষাৎ।
প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে ইসরায়েলের দৈনিক টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে ১ ফেব্রুয়ারি রোববার ওয়াশিংটন যাবেন নেতানিয়াহু এবং ফিরে আসবেন বৃহস্পতিবারের মধ্যে।
এদিকে, গত ২০ জানুয়ারি ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ট্রাম্প তার প্রশাসন থেকে বেশ কিছু অর্থনৈতিক এবং সামরিক সহায়তা স্থগিত করলেও, ইসরায়েল ও মিসরের জন্য সহায়তা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত নেতানিয়াহু গত ২৬ জানুয়ারি টুইটারে একটি বার্তা প্রকাশ করে ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “আপনি ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন, যার মাধ্যমে আমাদের উভয়ের কমন শত্রুদের হামলা থেকে সুরক্ষা নিশ্চিত হবে।”
এটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Mytv Online