চীন ও ভারত প্রায় পাঁচ বছর পর সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এই তথ্য জানিয়েছে, যা ২০২০ সালে হিমালয় সীমান্তে ভয়াবহ সামরিক সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের উত্তেজনা কমে আসার একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির মধ্যে বৈঠকের পর এই ঘোষণা আসে। ভারতীয় মন্ত্রণালয় জানায়, দুই পক্ষ শিগগিরই একটি বৈঠকে বিমান পরিষেবার কাঠামো নিয়ে আলোচনা করবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে, উপমন্ত্রী পর্যায়ের আরেকটি বৈঠকে দুই দেশের সাংবাদিকদের বিনিময় সহজ করার বিষয়েও আলোচনা হয়েছে।
Mytv Online