রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে অধিকাংশ ট্রেন যাত্রীশূন্য এবং শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
ধর্মঘট প্রত্যাহারের পর রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ের কারণে অন্য ট্রেনগুলো সমস্যায় পড়েছে। যেমন, সোনার বাংলা এক্সপ্রেস সকাল সাতটায় রওনা হওয়ার কথা থাকলেও প্রায় এক ঘণ্টা দেরি করে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসও নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর ছেড়েছে। অধিকাংশ ট্রেনের যাত্রী সংখ্যা খুবই কম।
ধর্মঘটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিডিউল বিপর্যয়ে যাত্রীরা অসন্তুষ্ট। তারা অভিযোগ করছেন, ট্রেনের নির্ধারিত সময় তো মেলেনি, আবার কখন ট্রেন ছাড়বে তাও জানা যাচ্ছে না। স্টেশনে পৌঁছেও যাত্রীদের কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। যাত্রীরা অনুরোধ করেছেন, গণপরিবহন চলাচল বন্ধ হওয়ার আগে সমস্যা সমাধান করতে হবে।
গত রাতে, রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন তাদের দাবি-দাওয়া পূরণের আশ্বাস পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে, আজকের পরিস্থিতি দেখে যাত্রীরা আরও সমস্যার সম্মুখীন হচ্ছেন।