ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গতকাল এসেছে বাপ্পার ‘আগামীকাল’ ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি ১৯ বছর পর চালু হচ্ছে বিসিবির অ্যাওয়ার্ড নাইট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ইতালিতে নিহত ২ যুক্তরাষ্ট্র সফরে যাদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১ ‘আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’ যে কারণে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে নরওয়ে সাজা মওকুফ করে ৫৬ বন্দিকে মুক্তি দিল সরকার ‘ইরানিরা কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না’ ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত ইসরায়েলের কাছে নতুনভাবে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ‘পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য দর্শক আরও মনে রেখেছে’ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানাবেন আইনজীবী সরকারি ভর্তুকি প্রত্যাহার করা হবে, মাস্ককে সতর্কবার্তা ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ চান ট্রাম্প, জানাল হোয়াইট হাউজ ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৩৪ মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র আঁকায় তুরস্কে চার কার্টুনিস্ট গ্রেফতার আগামী নির্বাচন সুষ্ঠু না হলে কঠিন পরিস্থিতিতে পড়বে দেশ: তাহের বিএনপির আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান

তিন বিভাগীয় কমিশনারসহ ৮ জনকে হাইকোর্টে তলব

  • আপলোড সময় : ২৯-০১-২০২৫ ০২:৪৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০১-২০২৫ ০২:৪৪:২৪ অপরাহ্ন
তিন বিভাগীয় কমিশনারসহ ৮ জনকে হাইকোর্টে তলব
অবৈধ ইটভাটা বন্ধ ও কাঠের জ্বালানি ব্যবহারে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিন বিভাগীয় কমিশনারসহ আটজন কর্মকর্তাকে তলব করেছেন হাইকোর্ট। এর মধ্যে নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি) এবং সাভার ও ধামরাই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আদেশ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে হবে।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান, মহসীন কবির রকি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, ২০২২ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা বন্ধে একটি রিট দায়ের করে। শুনানি শেষে আদালত ওই বছরের ১৩ নভেম্বর অবৈধ ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেন।

কিন্তু বিভাগীয় কমিশনাররা কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ২০২৩ সালের ২৮ নভেম্বর তাদের নির্দেশ দেওয়া হয় অবৈধ ইটভাটা বন্ধের জন্য যথাযথ পদক্ষেপ নিতে। পরবর্তীতে আদালতে দেওয়া প্রতিবেদনে দেখা যায়, আগের তালিকাভুক্ত ইটভাটাগুলোর নামই নতুন করে যুক্ত করা হয়েছে, আর বেশিরভাগ অবৈধ ইটভাটাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ অবস্থায় এইচআরপিবির পক্ষ থেকে আদালতে সম্পূরক আবেদন করা হয়, যার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলবের আদেশ দেন।

কমেন্ট বক্স
গতকাল এসেছে বাপ্পার ‘আগামীকাল’

গতকাল এসেছে বাপ্পার ‘আগামীকাল’