ঢাকা , বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব ওমরাহ ও হজের সময় শিশু হারানো রোধে সৌদি আরবে বিশেষ ব্রেসলেট চালু বাংলাদেশ সীমান্তে ভারত ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে অস্ট্রেলিয়ায় ইহুদিদের প্রাণ বাঁচিয়ে ‘জাতীয় হিরো’ আল আহমেদ
বিপিএলে বকেয়া বেতন প্রসঙ্গে তামিম

‘এটা দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়’

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১১:২৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১১:২৩:৪৩ পূর্বাহ্ন
‘এটা দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়’
বিপিএল একসময় আইপিএলের পর দ্বিতীয় সেরা লিগ হওয়ার পথে থাকলেও, এখন সেটি তার সোনালি সময় পেছনে ফেলে এসেছে। নতুন নতুন লিগ গড়ে ওঠার পাশাপাশি বিপিএলের ব্যবস্থাপনায় অনিয়মের কারণে বিদেশি ক্রিকেটারদের আগ্রহও কমে গেছে।

দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার ইমরান তাহির অভিযোগ করেছেন, রংপুর রাইডার্স এখনও তার বকেয়া পরিশোধ করেনি। অন্তর্বর্তী সরকারের অধীনে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার একটি ‘ভিন্ন’ বিপিএল দেখা যাবে। তবে এখন পর্যন্ত সেই পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যায়নি।

রাজশাহী ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের বেতন পরিশোধে গড়িমসি চলছে, একের পর এক চেক বাউন্স হচ্ছে। বেতন না পাওয়ার প্রতিবাদে ক্রিকেটাররা অনুশীলন বন্ধ রেখেছেন, বিদেশি খেলোয়াড়রা ম্যাচ খেলতেও নামেননি। এমনকি ঢাকাভিত্তিক ক্রিকেটারদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

অন্যদিকে, চিটাগং কিংসের এক মালিক জানিয়েছেন, এক স্থানীয় ক্রিকেটারকে সন্তুষ্ট করতে না পারার কারণেই তার বেতন দেওয়া হয়নি। অথচ ২০১৩ সালে একই গ্রুপকে (এসকিউ স্পোর্টস) খেলোয়াড়দের বেতন না দেওয়া ও ম্যাচ পাতানোর অভিযোগে বিপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার তারা আবারো ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেয়েছে। এমনকি দুজন বিদেশি খেলোয়াড়ের পাওনা পরিশোধ না করা এবং প্লেয়ার ড্রাফটে না থাকা এক অপরিচিত ব্যক্তিকে দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দেওয়ার অভিযোগও উঠেছে।

এই পরিস্থিতিতে ফরচুন বরিশালের ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধিনায়ক তামিম ইকবাল বিসিবিকে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “বিপিএল একসময় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখন সেটা থেমে গেছে। ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়ার ক্ষেত্রে বিসিবিকে খুব সতর্ক হতে হবে। দল নেওয়ার পর যদি কোনো ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে, তাহলে সেটার দায় তো খেলোয়াড়দের নয়। বরং দোষ ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির।”

তামিম আরও বলেন, “আগেও দেখা গেছে, ৫০ শতাংশ পারিশ্রমিক বাকি থেকে যায়, পরে দর-কষাকষি করে ২৫ শতাংশ দিয়েই যেন খেলোয়াড়রা খুশি হয়ে যায়। এটা শুধু বিপিএলের ক্ষতি করে না, দেশের ক্রিকেটের জন্যও বাজে বার্তা দেয়। অনেক বিদেশি ক্রিকেটার এখানে খেলতে চায়, কিন্তু এসব সমস্যার কারণে তারা আগ্রহ হারায়। বিসিবিকে অবশ্যই আরও সচেতন হতে হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন