ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা  মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট ছুটির দিনেও বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
বিপিএলে বকেয়া বেতন প্রসঙ্গে তামিম

‘এটা দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়’

  • আপলোড সময় : ৩০-০১-২০২৫ ১১:২৩:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৫ ১১:২৩:৪৩ পূর্বাহ্ন
‘এটা দেশের ব্যাপারেও বাজে বার্তা দেয়’
বিপিএল একসময় আইপিএলের পর দ্বিতীয় সেরা লিগ হওয়ার পথে থাকলেও, এখন সেটি তার সোনালি সময় পেছনে ফেলে এসেছে। নতুন নতুন লিগ গড়ে ওঠার পাশাপাশি বিপিএলের ব্যবস্থাপনায় অনিয়মের কারণে বিদেশি ক্রিকেটারদের আগ্রহও কমে গেছে।

দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার ইমরান তাহির অভিযোগ করেছেন, রংপুর রাইডার্স এখনও তার বকেয়া পরিশোধ করেনি। অন্তর্বর্তী সরকারের অধীনে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবার একটি ‘ভিন্ন’ বিপিএল দেখা যাবে। তবে এখন পর্যন্ত সেই পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যায়নি।

রাজশাহী ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের বেতন পরিশোধে গড়িমসি চলছে, একের পর এক চেক বাউন্স হচ্ছে। বেতন না পাওয়ার প্রতিবাদে ক্রিকেটাররা অনুশীলন বন্ধ রেখেছেন, বিদেশি খেলোয়াড়রা ম্যাচ খেলতেও নামেননি। এমনকি ঢাকাভিত্তিক ক্রিকেটারদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।

অন্যদিকে, চিটাগং কিংসের এক মালিক জানিয়েছেন, এক স্থানীয় ক্রিকেটারকে সন্তুষ্ট করতে না পারার কারণেই তার বেতন দেওয়া হয়নি। অথচ ২০১৩ সালে একই গ্রুপকে (এসকিউ স্পোর্টস) খেলোয়াড়দের বেতন না দেওয়া ও ম্যাচ পাতানোর অভিযোগে বিপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার তারা আবারো ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেয়েছে। এমনকি দুজন বিদেশি খেলোয়াড়ের পাওনা পরিশোধ না করা এবং প্লেয়ার ড্রাফটে না থাকা এক অপরিচিত ব্যক্তিকে দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দেওয়ার অভিযোগও উঠেছে।

এই পরিস্থিতিতে ফরচুন বরিশালের ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধিনায়ক তামিম ইকবাল বিসিবিকে ফ্র্যাঞ্চাইজি নির্বাচনে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “বিপিএল একসময় অনেক দ্রুত এগিয়ে যাচ্ছিল, কিন্তু এখন সেটা থেমে গেছে। ফ্র্যাঞ্চাইজি বেছে নেওয়ার ক্ষেত্রে বিসিবিকে খুব সতর্ক হতে হবে। দল নেওয়ার পর যদি কোনো ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে না পারে, তাহলে সেটার দায় তো খেলোয়াড়দের নয়। বরং দোষ ফ্র্যাঞ্চাইজি ও বিসিবির।”

তামিম আরও বলেন, “আগেও দেখা গেছে, ৫০ শতাংশ পারিশ্রমিক বাকি থেকে যায়, পরে দর-কষাকষি করে ২৫ শতাংশ দিয়েই যেন খেলোয়াড়রা খুশি হয়ে যায়। এটা শুধু বিপিএলের ক্ষতি করে না, দেশের ক্রিকেটের জন্যও বাজে বার্তা দেয়। অনেক বিদেশি ক্রিকেটার এখানে খেলতে চায়, কিন্তু এসব সমস্যার কারণে তারা আগ্রহ হারায়। বিসিবিকে অবশ্যই আরও সচেতন হতে হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর