ব্যাটারিচালিত যানবাহনের জন্য থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৪ চূড়ান্ত করে দ্রুত গেজেট প্রকাশ করাসহ ৮ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।এ সময় সংগ্রাম পরিষদের নেতারা গেজেট প্রকাশ ছাড়াও ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণ ও চালকদের প্রশিক্ষণ দেয়ারও দাবি তোলেন।
তারা জানান, ২০১৭ সাল থেকে নীতিমালা প্রণয়নের জন্য কাজ শুরু করে সংগ্রাম পরিষদ। ২০২১ সালে নীতিমালা চূড়ান্ত করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে জমা দেয়া হয়। নীতিমালা প্রণয়ন না করায় গত বছরের জুলাইয়ে স্মারকলিপি দেয়া। কিন্তু এখনও সেই নীতিমালা নিয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি সরকার।সংগ্রাম পরিষদের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এই অবস্থান কর্মসূচি। দাবি মেনে না নিলে ফেব্রুয়ারি মাসে পরিবারসহ অবস্থান কর্মসূচি ও মহাসমাবেশের মতো কর্মসূচি ঘোষণা দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন পরিষদের নেতারা।
Mytv Online