যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ব্রিকস জোটভুক্ত দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। একইসঙ্গে, কানাডা ও মেক্সিকোর ওপর শুল্ক আরোপের জন্য নির্ধারিত সময়সীমাও ঘনিয়ে আসছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ওয়াশিংটন থেকে এক প্রতিবেদনে এএফপি এ তথ্য জানিয়েছে।
এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিকস জোট যদি মার্কিন ডলারের বিকল্প কোনো নতুন মুদ্রা চালু করে, তাহলে তিনি ওই দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন।
নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ট্রাম্প লেখেন—
"ব্রিকস দেশগুলো যখন ডলার থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করছে, তখন আমরা শুধু বসে বসে চেয়ে দেখব—সেই যুগ শেষ।"
তিনি আরও বলেন, যারা ব্রিকস মুদ্রা চালু করার পরিকল্পনা করছে, তাদের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি চাই যে, তারা নতুন কোনো মুদ্রা চালু করবে না এবং মার্কিন ডলারের বিকল্প হিসেবে অন্য কোনো মুদ্রাকে সমর্থন দেবে না। অন্যথায়, তারা ১০০ শতাংশ শুল্কের সম্মুখীন হবে।
এছাড়া, ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ব্রিকস দেশগুলো যদি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও ফেন্টানিল পাচার বন্ধে ব্যর্থ হয়, তাহলেও তাদের ওপর শুল্ক আরোপ করা হবে।
এদিকে, ট্রাম্প চীনের বিরুদ্ধেও আলাদা করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি ব্রিকস জোটের সদস্য চীনের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেন।