বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। মোনাজাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা নিজ নিজ গন্তব্যের পথে রওনা হয়েছেন। তবে গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে অনেককে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় আখেরি মোনাজাত শেষ হতেই মুসল্লিরা বাড়ি ফেরার চেষ্টা করেন। তবে গাজীপুর থেকে স্বাভাবিক যান চলাচল শুরু না হওয়ায় অনেককেই দীর্ঘ পথ হেঁটে যেতে দেখা গেছে। অন্যদিকে, চলাচলরত বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে।
ইজতেমা ময়দান থেকে ফেরা মুসল্লি আবদুল বাসেত বলেন, "মোনাজাত শেষে বাসে উঠতে চেয়েছিলাম, কিন্তু গেট লক করে ২০ টাকার ভাড়া ১০০ টাকা চাচ্ছে। তাই বাধ্য হয়ে হাঁটা শুরু করেছি।"
কলেজপড়ুয়া মুশফিকুর রহমান বলেন, "টঙ্গী থেকে খিলখেত যাওয়ার ভাড়া সাধারণত ১৫-২০ টাকা। কিন্তু বাসগুলো ১০০ টাকার নিচে নিচ্ছেই না। তাই হাঁটছি। যেহেতু অনেক মানুষ একসঙ্গে হাঁটছে, কষ্টটা তেমন অনুভব হচ্ছে না।"
তবে বৃদ্ধ ও শিশুরা বাস, সিএনজি, পিকআপভ্যান কিংবা মোটরসাইকেলে করেই ফিরছেন।
এ বিষয়ে বিমানবন্দর জোনের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বরোডগামী ডাইভারশন ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। ধাপে ধাপে গাজীপুরের দিকের রাস্তা চালু করা হচ্ছে, ফলে যান চলাচল দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে।