বর্তমান সময়ে ছোটপর্দার পছন্দের অভিনেত্রী কেয়া পায়েল। বছরজুড়েই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজ নিয়ে, এবং বিশেষ দিবস আসলেই তার কাজের পরিমাণ বেড়ে যায়। আসন্ন ভালোবাসা দিবসে একাধিক নাটক নিয়ে আসছেন তিনি, যা নিয়ে সম্প্রতি গণমাধ্যমের সামনে কথা বলেছেন কেয়া।
তবে, বর্তমান সময়ে শুটিং স্পট থেকে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা বাড়ছে। এই ধরনের ভিডিও ধারণে অনেক শিল্পী তাদের গোপনীয়তা হারাচ্ছেন, এবং এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করছেন। কেয়া পায়েলও এই বিষয়ে নিজের মতামত জানিয়ে বলেছেন, তিনি এই ধরনের আচরণকে বিরক্তিকর মনে করেন।
তিনি বলেন, “শুটিং চলাকালে বা রিহার্সাল দেওয়ার সময় আমি নিজেও জানি না, কেউ গোপনে ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করছে। এই বিষয়টি নিয়ে আমি শুটিং স্পটে সোচ্চার।”
কেয়া আরও বলেন, “ভিডিও বা ছবি তোলার আগে অনুমতি নেওয়া উচিত। সবচেয়ে খারাপ লাগে যখন শুটিং শেষে নিজের মতো একটু বসে আছি বা কারও সঙ্গে কথা বলছি, তখন ভিডিও করা হয়। তখন ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না। আমি সবসময় বলি, প্লিজ ভিডিও কইরেন না।”
এদিকে, তার আসন্ন কাজ নিয়ে কেয়া পায়েল জানালেন, ভালোবাসা দিবসে তিনটি নাটক আসছে, এবং তিনি আশাবাদী দর্শকরা সেগুলো পছন্দ করবেন।