ফরিদপুরে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফরিদপুর-ভাঙ্গা সড়কে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। শহরের ভাঙ্গা রাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে পৌর অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সড়কের ওপর বসে ৯ দফা দাবি আদায়ের স্লোগান দিতে থাকেন, যার মধ্যে প্রধান দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করা।
দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল এবং বাস মালিক সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। আলোচনার পর জেলা প্রশাসক শিক্ষার্থীদের জন্য বাসের ভাড়া হাফ করার ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, আজ দুপুর থেকেই ফরিদপুরে শিক্ষার্থীরা হাফ ভাড়ায় গণপরিবহনে চলাচল করতে পারবেন।
Mytv Online