বিপিএলে এবার প্লে-অফে উঠতে না পারলেও বিতর্কের দিক দিয়ে দুর্বার রাজশাহী শীর্ষস্থান দখল করেছে। বিশেষ করে বেতনসংক্রান্ত জটিলতা ও বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরার টিকিট না পাওয়ার বিষয়টি বেশ সমালোচিত হচ্ছে।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, রাজশাহীর হয়ে খেলা পাকিস্তানের মোহাম্মদ হারিস, আফগানিস্তানের আফতাব আলম, ওয়েস্ট ইন্ডিজের মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স এবং জিম্বাবুয়ের রায়ান বার্ল এখনো ঢাকার একটি হোটেলে আটকে আছেন। তাদের বেতন পরিশোধ করা হয়নি, এমনকি দেশে ফেরার বিমানের টিকিটও দেওয়া হয়নি।
এদিকে, ফ্র্যাঞ্চাইজিটির অফিশিয়াল ফেসবুক পেজও গায়েব হয়ে গেছে। এক লাখের বেশি অনুসারী থাকা পেজটি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, বেতন বিতর্কের চাপ সামলাতে না পেরে ম্যানেজমেন্ট পেজটি ডিএকটিভেট করে দিয়েছে।
বেতন পরিশোধের এই সংকট নিয়ে এখনো বিপিএল কর্তৃপক্ষ বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে।