হান্নান সরকারের আকস্মিক বিদায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে বড় একটি পরিবর্তন এলো। মাত্র এক বছর দায়িত্ব পালন করেই তিনি পদত্যাগ করলেন, যা বিসিবির জন্য একটি অপ্রত্যাশিত ঘটনা।
তার সময়ে নির্বাচক প্যানেল বেশ কিছু সাহসী ও সুপরিকল্পিত সিদ্ধান্ত নিয়েছিল, যার ফলে টি-টোয়েন্টিতে উন্নতি হয়েছে এবং টেস্টেও ভালো কিছু ফল এসেছে। তবে তার পদত্যাগের কারণ এখনো স্পষ্ট নয়।
এখন নির্বাচক প্যানেলে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে থাকলেন কেবল আব্দুর রাজ্জাক রাজ। ফলে নতুন একজন নির্বাচক নিয়োগ দেওয়ার প্রয়োজন হতে পারে। বিসিবি শিগগিরই এই শূন্যপদে নতুন কাউকে আনবে কি না, সেটি দেখার বিষয়।