ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মিরপুর–১৩ এর বাউনিয়া খালে খাল সংস্কারের খননকাজ উদ্বোধনের সময় লাল গালিচা বিছানো নিয়ে কিছু আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল। এই ঘটনা নিয়ে ব্যাখ্যা দিয়েছে ডিএনসিসি।
ডিএনসিসি জানিয়েছে, ভাসমান এক্সকাভেটরে ওঠার জন্য লাল গালিচা বা কার্পেট বিছানো হয়েছিল কারণ এক্সকাভেটরের অবস্থান ছিল একটি অস্থায়ী স্থানে, যা পন্টুনে স্থাপন করা হয়নি। আর এক্সকাভেটরের ফ্লোর পিচ্ছিল ছিল এবং রাস্তাটি ঢালু ও কাদামাটির ছিল, তাই অতিথিদের নিরাপত্তার জন্য এটি ব্যবহৃত হয়েছিল। এটি কোনো আনুষ্ঠানিক লাল গালিচা নয়, বরং নিরাপত্তার জন্য একটি ব্যবস্থা ছিল।
ডিএনসিসি আরও জানায়, তাদের কাজের উদ্দেশ্য কখনই অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শন নয়, বরং নিরাপত্তা ও জনস্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।