গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে বাস ও ট্রলির মধ্যে সংঘর্ষে ট্রলি চালক আব্দুল্লাহ গাজী (১৬) নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তিনি চন্দ্রদিঘলিয়া গ্রামের বুলবুল গাজীর ছেলে ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৬ জন গুরুতর আহত হন এবং তাদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আব্দুল্লাহ গাজীকে মৃত ঘোষণা করেন।