বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এবার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেল। নিবন্ধনের পর ১ থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন চায় দলটি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশন ভবনে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধনপত্র গ্রহণ করেন।
চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের চেতনাকে ধারণ করেই রাজনীতি করতে চায় বিডিপি। একইসঙ্গে তিনি বলেন, যারা ১৯৭১ ও ২০২৪ সালের চেতনাকে ধারণ করবে এবং আরেকটি "জুলাই" ঘটাবে না, তাদের সঙ্গেই জোট গঠন করা হবে।
দলটির লক্ষ্য নির্বাচন ও সংস্কার দুটোই। আনোয়ারুল ইসলাম জানান, মূল সংস্কারের কাজ করবে নির্বাচিত সরকার। আর বিডিপি নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে।