যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশের মাধ্যমে সব ধরনের বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়ার পর হঠাৎ করেই দেশটির আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর অফিশিয়াল ওয়েবসাইট অদৃশ্য হয়ে গেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ জানিয়েছে, শনিবার ওয়েবসাইটটি অ্যাক্সেসের চেষ্টা করলে "সার্ভারের আইপি ঠিকানা খুঁজে পাওয়া যায়নি" বার্তা দেখায়। এমনকি, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ সংস্থাটির অ্যাকাউন্ট খুঁজতে গেলেও দেখাচ্ছে—"এই অ্যাকাউন্টটি এখন আর নেই।"
এর আগে, গত সোমবার ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছিল, ৯০ দিনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত রেখেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ থাকবে।