ট্রাফিকের দায়িত্বে থাকা দুই শিক্ষার্থীকে অফিসে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে দুর্যোগ ব্যবস্থাপনার দুই কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্তদের বনানী থানায় নিয়ে যাওয়া হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা অটোরিকশা নিয়ে রং সাইড দিয়ে ঢোকার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনার দুই কর্মকর্তা তাদের নানা হুমকি-ধমকি দেন। এরপরও শিক্ষার্থীরা অটোরিকশা নিয়ে প্রবেশে বাধা দিলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে ওই দুই কর্মকর্তা অফিসে ফিরে লোকজন দিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করা দুই শিক্ষার্থীকে উঠিয়ে আনে এবং তাদের মারধর করে বলে অভিযোগ করা হয়েছে।
Mytv Online