চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১১ জনের বিরুদ্ধে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আবু বকর সিদ্দিক এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ১১ জনই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার মামলার এজাহারভুক্ত আসামি। তাঁরা সবাই নগরীর বান্ডেল রোডের সেবক কলোনি এলাকার বাসিন্দা। গত ২৬ জানুয়ারি বিকেলে তাঁদের সেবক কলোনি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেদিন রাতেই তাঁরা আইনজীবী আলিফ হত্যার মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন প্রেমনন্দন দাশ, রনব দাশ, বিধান দাশ, বিকাশ দাশ, রুমিত দাশ, রাজ কাপুর, সামির দাশ, শিব কুমার দাশ, ওম দাশ, অজয় দাশ এবং দেবী চরণ।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, সনাতনী জাগরণ মঞ্চের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা এবং আদালত পাড়ায় ভাঙচুরের ঘটনার পর ১১ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং গ্রেপ্তারকৃতদের কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়া, গত ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের বহিষ্কৃত সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়, এবং পরবর্তীতে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।