লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থী সাদ আল আফনান হত্যার ঘটনায় দুই আওয়ামীপন্থি আইনজীবী, নুরুল হুদা পাটওয়ারী ও জহির উদ্দিন বাবরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে পুলিশ জানায়, সোমবার সকালে নুরুল হুদাকে তার বাসা থেকে এবং বাবরকে আদালতের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের আদালতে হাজির করা হয়, যেখানে হত্যার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
নুরুল হুদা ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, আর জহির উদ্দিন বাবর ছিলেন জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) এবং লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
তাদের গ্রেপ্তারের পর, আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, অনেকেই আদালত থেকে চলে গেছেন বলে জানানো হয়েছে।