প্রেমে ছ্যাঁকা খাওয়ার প্রসঙ্গ উঠলেই ঘুরেফিরে আসে এই নায়কের নাম। সেটা অন্তর্জালে হোক বা বাস্তবে। গেল কয়েক দিন ধরে আবার অন্তর্জালবাসী জানতে চাচ্ছেন ‘হেনা কোথায়?’ এটি ‘প্রেমের সমাধি’ সিনেমার দৃশ্য। আর এই দৃশ্য দিয়েই সামাজিক মাধ্যমে আবার ভাইরাল বাপ্পারাজ। সিনেমায় বাপ্পারাজ অভিনয় করেছিলেন বকুল চরিত্রে।তবে এটা বেশ উপভোগ করেন তিনি। আর সেই সঙ্গে এটাও জানান, বাস্তবে কিন্তু আমি একজন সফল প্রেমিক। যার সঙ্গে প্রেম করেছেন, বিয়েও করেছেন তাকে। বাপ্পারাজ বলেন, ‘আমি ব্যর্থ প্রেমের সফল নায়ক হিসেবে মানুষের হৃদয়ে রায় পেয়ে গেছি। ওইসব গান বা সংলাপ এখন ফেসবুক বা অন্যান্য মাধ্যমে ছড়াছড়ি হয়। এগুলো দেখে আমার ভালো লাগে। যে অভিনেতা মানুষের মনের মধ্যে কাজ দিয়ে যেতে পারবে, সে এক সময় সফল হবেই।’ তিনি আরও বলেন, ‘জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছি, তাকেই বিয়ে করেছি। আমাদের প্রেমটা কিন্তু চলচ্চিত্রের চেয়ে কম কিছু নয়। আমার বউ বিয়ের জন্যই বিদেশ থেকে চলে এসেছিল। ভাবুন, সেই যুগে একটা মানুষ প্রেমিকের টানে বাংলাদেশে এসেছে, তার মানে আমার প্রেম কতটা খাঁটি। আজকাল শুনি, প্রেমের টানে চীন থেকে প্রেমিক চলে আসছে, কোরিয়া থেকে চলে আসছে। তবে এর প্রবর্তক কিন্তু আমার স্ত্রীই।’
নতুন খবর হচ্ছে, এবার ওয়েব সিরিজে নতুন রূপে ফিরছেন সেই বাপ্পা। গতকাল সকালে এই নায়ক সিরিজটির একঝলক নিজেই ফেসবুকে প্রকাশ করে ভক্তদের জানিয়ে দিয়েছেন।বাপ্পার পোস্ট করা ‘ক্যারেক্টার টিজার’-এ শুরুতেই দেখা যায়, একটি দরজা খুলে যায়। ভেতর থেকে ভেসে আসে ‘প্রেমের সমাধি’ শিরোনামের গানটি। পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। পাশে রাখা একটি পিস্তল। জানা যায়, তার পরিচয় তিনি সায়েম জোব্বার। পেছন থেকে দেখা যায়, এই সায়েম একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে। সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো। পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠ। ‘এই হাফিজ, বন্ধ করো। অনেক তো বিরহ হলো। এবার একটু অ্যাকশন হয়ে যাক।’ চমক দিয়েই সেই জোব্বার চরিত্রে সামনে আসেন বাপ্পারাজ। তিনি ওয়েব সিরিজ ‘রক্তঋণ’ দিয়ে ফিরছেন। ‘ক্যারেক্টার টিজার’-এ সংলাপ দেখে বোঝা যায়, ক্রাইম থ্রিলার কোনো গল্প। যেখানে একের পর এক ঘটনাক্রমে খুন হয় চিকিৎসকরা। কেন এই রহস্যজনক খুন, সেটাই পুলিশ হয়ে বের করবেন বাপ্পারাজ। এই নায়কের সংলাপে সেটা পরিষ্কার হয়, ‘শোন হাফিজ, সব ক্রাইমের একটা হোল থাকে। আমাদের কাজ সেই অপরাধের ফুটোটা বের করা। সবাই পারে না। সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ।’
ওয়েব সিরিজটির কাজ এখনো চলছে বলে জানালেন বাপ্পারাজ। বেশ কিছু অংশের শুটিংয়েও অংশ নিয়েছেন। তিনি বলেন, ‘এখনো কাজ শেষ হয়নি। কাজ চলছে। আরও কিছু কাজ গুছিয়ে নিই, তখন বিস্তারিত জানাব কাজটি নিয়ে।’ এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোস্তফা খান সিহান। পরিচালক জানান, সম্প্রতি বাপ্পারাজের হেনা চরিত্র নিয়ে অনেক কথা হচ্ছে। যে কারণে তাদের কাছে মনে হয়েছে সিরিজের প্রচারণার এখনই মুখ্য সময়। বাপ্পারাজকে ভক্তরা কীভাবে নেন, সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন। ‘বাপ্পারাজ ভাই গল্পটি পছন্দ করেছেন। তার তো একটা ভাবমূর্তি রয়েছে। সেটা মাথায় রেখেই আমরা গল্প সাজিয়েছি। এটা সময়ের গল্প। দর্শকরা নতুন বাপ্পারাজকে পাবেন।’ঢাকায় সম্প্রতি শুটিং শুরু হয়েছে। তবে কোথায় প্রচারিত হবে ওয়েব সিরিজটি, সেটা এখনো চূড়ান্ত নয়। এখনো বড় অংশের কাজ বাদ রয়েছে। তবে পরিচালক জানালেন, ‘রক্তঋণ’ দেশের ভালো একটি প্ল্যাটফর্মেই যাবে। সেভাবেই তারা এগোচ্ছেন। সিরিজটির গল্প লিখেছেন মিড নাইট স্টুডিও টিম। থ্রিলার এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন আমির মোস্তফা খান। এই সিরিজে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, আরশ খান, নাদিয়া হক, খালিদ হাসান প্রমুখ।