যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের ওজোন পার্ক এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন এক বাংলাদেশি। গতকাল রোববার রাতে ছিনতাইয়ের শিকার হয়ে গুলিবিদ্ধ হন নোয়াখালীর মামুনুর রশিদ। তাকে আশঙ্কাজনক অবস্থায় নিউইয়র্কের জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় রাত ১১টার দিকে, যখন মামুনুর রশিদ বাড়ির সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন। তুষারপাতের মধ্যে মুখোশধারী এক কৃষ্ণাঙ্গ ছিনতাইকারী তার কাছে থাকা মানিব্যাগ ও ফোন ছিনিয়ে নিতে চাইলে মামুন চিৎকার করেন। তখনই দুর্বৃত্ত তাকে দুটি গুলি করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী কমিউনিটি অ্যাক্টিভিস্ট অনিক রাজ জানান, গুলিবিদ্ধ মামুনুর রশিদ রাস্তায় পড়ে গেলে স্থানীয় এক বাংলাদেশি পুলিশকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মামুনুর রশিদের বন্ধু ফাহাদ হোসাইন জানান, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং জীবন সংকটাপন্ন নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি নিউইয়র্ক পুলিশ বিভাগ (NYPD)। ঘটনাস্থল তদন্তের জন্য ঘিরে রাখা হয়েছে এবং হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।