রাজধানীর তিতুমীর কলেজের বিষয়ে ইতিবাচক সমাধানের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার তাদের শিক্ষা জীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আন্তরিক এবং দায়িত্বশীল।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, "একটি ইতিবাচক সমাধানের দিকে যাওয়া হতে পারে, সেই প্রক্রিয়া চলছে। শিক্ষার্থীদের জনভোগান্তি এড়ানোর অনুরোধ করছি। আশা করি, সবার জন্য ভালো কিছু আসবে।"
এসময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও পূজা পরিদর্শনে আসেন। তিনি বলেন, "আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক আছে। ষড়যন্ত্র করে আওয়ামী লীগের কোনো লাভ হবে না।"
এদিকে, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে ষষ্ঠ দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন কয়েকজন শিক্ষার্থী। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন।