বাগেরহাটে বনরক্ষীরা ১২০ কেজি ওজনের নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ করেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কাজী নুরুল করীম।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বাগেরহাট শহরের কেবি বাজার এলাকা থেকে এই মাছ দুটি জব্দ করা হয়। বনরক্ষীরা খবর পেয়ে সেখানে অভিযান চালায় এবং সেখান থেকে নিষিদ্ধ শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা মাছ ফেলে পালিয়ে যায়।
জব্দকৃত শাপলাপাতা মাছ দুটি মোট ১২০ কেজি ওজনের। বন বিভাগের কর্মকর্তারা পরে সেগুলো কেরোসিন দিয়ে বন বিভাগের কার্যালয়ের চত্বরে মাটির নিচে পুঁতে ফেলেন।