সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মির বিরুদ্ধে মানহানির অভিযোগে বিচার শুরু হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তার অব্যাহতির আবেদন নাকচ করে, অভিযোগ গঠনের আদেশ দেন।
এ মামলায় শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের বিরূপ মন্তব্যের অভিযোগে গত ২৬ জানুয়ারি আদালতে তাপসী তাবাসসুম আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তার জামিন মঞ্জুর করে পরবর্তী শুনানি ৪ ফেব্রুয়ারি নির্ধারণ করে।
মামলার বাদী গণঅধিকার পরিষদের সদস্য আবু হানিফ ৮ অক্টোবর আদালতে এ মামলা দায়ের করেন, যেখানে ঊর্মির ফেসবুক পোস্ট-এ শহীদ আবু সাঈদ এবং সরকারের প্রধানদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ পোস্টের মাধ্যমে সরকার উৎখাতের হুমকি এবং জনমনে ভীতি সৃষ্টি করার অভিযোগ রয়েছে।