ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ হাদির বিষয়ে আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই: ডা. সায়েদুর রহমান ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান নিবিড় পর্যবেক্ষণে হাদি, হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার তফসিলকে স্বাগত জানিয়ে দায়িত্বশীলদের নতুন নির্দেশনা দিলেন জামায়াত আমির ওসমান হাদী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে বিএনপি কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চায় না: সালাহউদ্দিন জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করলো বুলগেরিয়া সরকার রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় কিশোর গ্রেফতার গলায় পোড়া দাগ ছিল একমাত্র ক্লু, যেভাবে ধরা পড়েন আয়েশা বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয় মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে প্রেস সেক্রেটারির ঠোঁটকে মেশিনগানের সঙ্গে তুলনা ট্রাম্পের ডিজির সঙ্গে তর্ক, অব্যাহতির ৪ দিন পর পদে পুর্নবহাল সেই চিকিৎসক আসিফ কি গণগঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন, যা জানা গেল ৫০ ফুট খোঁড়া হলেও সাড়া মেলেনি শিশু সাজিদের কপিল শর্মাকে হুঁশিয়ারি বার্তা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিপিএল ফাইনালের পরদিনই শুরু শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০১:২৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০১:২৯:৫৪ অপরাহ্ন
বিপিএল ফাইনালের পরদিনই শুরু শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প
বিপিএলের উত্তেজনা শেষ হতে না হতেই জাতীয় দলের জন্য শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ। শুক্রবার মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসর বিপিএলের ফাইনাল, আর এরপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কারণ, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই অপেক্ষা করছে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট—চ্যাম্পিয়ন্স ট্রফি।

চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সবশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ, যা আইসিসি ইভেন্টে টাইগারদের সর্বোচ্চ সাফল্য। এবারের আসরের জন্য বিসিবি আগেই দল ঘোষণা করেছে, যেখানে জায়গা পাননি সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

বিপিএলের ফাইনাল শেষে দ্রুতই প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ দল। আগামী শনিবার, ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।

এ বিষয়ে দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, আজ মঙ্গলবার থেকেই ক্রিকেটাররা ইচ্ছেমতো ব্যক্তিগত অনুশীলন করতে পারেন। তবে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে। পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও পর্যবেক্ষণ করবেন কোচ ফিল সিমন্স।

এরই মধ্যে জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ব্যক্তিগত অনুশীলন করেছেন ইনডোরে।

সব পরিকল্পনা অনুযায়ী হলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অনুশীলন ক্যাম্প। এরপর ১৩ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ