ঢাকা , সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬ , ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ খালেদা জিয়ার শোক বইতে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ নিউইয়র্কের কারাগারে মাদুরো, ভেনেজুয়েলা শাসন করবেন ট্রাম্প মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান চীনের ১৮ হাজার যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার যে ১০ লক্ষণ থাকলে প্রেমিকাকে অবশ্যই বিয়ে করবেন প্রতিদিন গোসল করা কি সত্যিই জরুরি ক্ষমতায় গেলে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে: তারেক রহমান এনসিপি ছাড়ায় ফেরত চাওয়া হচ্ছে টাকা, যে বার্তা দিলেন তাসনিম জারা তারেক রহমানের একান্ত সচিব ও প্রেস সচিব হলেন যারা তাসনিম জারার মনোনয়ন বাতিল আইপিএলে খেলা হচ্ছে না মোস্তাফিজের দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে যাচ্ছে তথ্যের গড়মিল পাওয়ায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল আইএস বধূ শামীমার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তে অনড় যুক্তরাজ্য তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ উপদেষ্টা শারমীন মুরশিদের, শোক বইতে স্বাক্ষর হাদি হত্যার বিচারের দাবি ফের শাহবাগে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ নাহিদ ইসলামের বার্ষিক আয় নিয়ে বিতর্ক, যে ব্যাখ্যা দিল এনসিপি যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই এগিয়ে নেব

বিপিএল ফাইনালের পরদিনই শুরু শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প

  • আপলোড সময় : ০৪-০২-২০২৫ ০১:২৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০২-২০২৫ ০১:২৯:৫৪ অপরাহ্ন
বিপিএল ফাইনালের পরদিনই শুরু শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প
বিপিএলের উত্তেজনা শেষ হতে না হতেই জাতীয় দলের জন্য শুরু হচ্ছে নতুন চ্যালেঞ্জ। শুক্রবার মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসর বিপিএলের ফাইনাল, আর এরপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কারণ, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই অপেক্ষা করছে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট—চ্যাম্পিয়ন্স ট্রফি।

চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সবশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল বাংলাদেশ, যা আইসিসি ইভেন্টে টাইগারদের সর্বোচ্চ সাফল্য। এবারের আসরের জন্য বিসিবি আগেই দল ঘোষণা করেছে, যেখানে জায়গা পাননি সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

বিপিএলের ফাইনাল শেষে দ্রুতই প্রস্তুতি শুরু করতে চায় বাংলাদেশ দল। আগামী শনিবার, ৮ ফেব্রুয়ারি থেকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।

এ বিষয়ে দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, আজ মঙ্গলবার থেকেই ক্রিকেটাররা ইচ্ছেমতো ব্যক্তিগত অনুশীলন করতে পারেন। তবে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে। পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও পর্যবেক্ষণ করবেন কোচ ফিল সিমন্স।

এরই মধ্যে জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক ব্যক্তিগত অনুশীলন করেছেন ইনডোরে।

সব পরিকল্পনা অনুযায়ী হলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অনুশীলন ক্যাম্প। এরপর ১৩ ফেব্রুয়ারি রাতে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। এরপর ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।

কমেন্ট বক্স