ভোলা-১ আসনের সাবেক এমপি তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ভোলা শহরের গাজীপুর রোডস্থ প্রিয় কুঠির নামের বাসভবনে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত পৌনে ১টার দিকে প্রায় দুই থেকে তিন শতাধিক বিক্ষুব্ধ জনতা তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর চালায়।
এসময় বিক্ষুব্ধ জনতা বাসভবনের ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে সড়কে এনে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বাসভবনের দোতলা ও নিচতলায় আগুন দেয় তারা। সরেজমিনে রাত ২টা পর্যন্ত বাসভবনের ভেতরে ও বাইরে আগুন জ্বলতে দেখা গেছে।