ভেকু মেশিন দিয়ে ভাঙা হলো রাজশাহী কলেজে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের পাশে 'জয় বাংলা, জিতবে এবার নৌকা,' গান সাউন্ড বক্সে বাজিয়ে নৃত্যের তালে ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।
এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ম্যুরাল ভেঙে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে রাজশাহী কলেজে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জুতা নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করে ভাঙচুর করার চেষ্টা করে।
তারা ম্যুরালের সামনে দাঁড়িয়ে ‘জ্বালো, জ্বালো, আগুন জ্বালো,’ ‘একশন টু একশন ডাইরেক্ট অ্যাকশন’,
‘ফ্যাসিবাদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,’, স্লোগান দিতে শুরু করেন।
আন্দোলনকারীরা জানান, যারাই এই দেশে ফ্যাসিবাদ কায়েম করবে তাদের পরিণতি এমন হবে। এমন দৃষ্টান্ত স্থাপনে রাজশাহী কলেজ ক্যাম্পাসে ফ্যাসিবাদ ও মুজিববাদের চিহ্ন শেষ করে দেয়া হলো। পাশাপাশি তারা জানান, স্বৈরাচার যখন রাজনীতিতে ফিরতে কর্মসূচি ঘোষণা করবে তখনই ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদের মোকাবিলা করবে।