ঢাকা , বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ মেজর সিনহা হত্যা -মূল পরিকল্পনাকারী ওসি প্রদীপ, গুলি করেন লিয়াকত ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে: যৌথ বিবৃতি নরসিংদীতে ভূমিকম্প আতঙ্ক ঘর ছেড়ে রাস্তা-মাঠে নির্ঘুম রাত, শহর ছাড়ার ভাবনা ৬৫০ মিলিয়ন ডলারে বিক্রি হলো দ্য টেলিগ্রাফ গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্নস্থানে ৯৪টি ভূমিকম্প পশ্চিমবঙ্গে ‘বাবরি মসজিদ’ নির্মাণের ঘোষণা আদালতে প্রিয় শিল্পীর পরচুলা পরে, গান বাজিয়ে চাকরি হারালেন বিচারক শিক্ষার্থীদের বাড়ি ফিরতে কাল বিভাগীয় শহরে বাস সার্ভিস দেবে ডাকসু ঢাকার সব বাস ‘টক্সিক’, মেট্রো স্টেশনের জন্য পার্ক দখল অগ্রহণযোগ্য-পরিবেশ উপদেষ্টা আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, যোগ দিচ্ছেন সাইফউদ্দিন যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৪ জামায়াত নেতার শোডাউনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত চলতি মাসেই আরও ২০ বার কাঁপবে বাংলাদেশ! ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই গ্রুপের সংঘর্ষ, ৭ শিক্ষার্থী আহত পাঠ্যবই থেকে ৭ মার্চের ভাষণ বাদ, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধান উপদেষ্টার নৈশভোজ শাহজালাল বিমানবন্দরে চুরির ২০ দিন পর ভাঙা ভল্টেই ফিরলো অস্ত্র সব প্রতিবেশী দেশের সঙ্গে ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলা সরকারের অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা খুলে যাচ্ছে ফল্ট লাইনের প্লেট উচ্চমাত্রার ঝুঁকিতে দেশ

সোনায় মোড়া প্রেম সিং

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ১২:৫৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ১২:৫৬:২৮ অপরাহ্ন
সোনায় মোড়া প্রেম সিং
মাথায় লাল রঙের পাগড়ি, গলায় প্যাঁচানো মোটা শিকলের মতো সোনার হার। হাতে সোনার চওড়া ব্রেসলেট, দু’ হাতের ১০ আঙুলে সোনার ভারী আংটি। তার ব্যবহৃত মোবাইলটিও সোনা দিয়ে মোড়া। এমন লুকে দেখা যায় ভারতীয় নাগরিক প্রেম সিংকে। সবাই তাকে ‘গোল্ড ম্যান অব বিহার’ নামে চেনেন।সারা শরীর পাঁচ কেজি ওজনের সোনা মুড়িয়ে মোটরসাইকেল নিয়ে চষে বেড়ান প্রেম সিং। এমন লুকে তাকে দেখে রীতিমতো হাঁ হয়ে তাকিয়ে থাকেন পথচারীরা।প্রেম সিং বা ‘গোল্ড ম্যান’ ভারতের বিহারের পাটনা শহরের বাসিন্দা। তার জামাকাপড়, বাড়ি-গাড়ির শখ নেই। তার প্রেম কেবল সোনার দিকে। তার গলায় থাকে ১৭টি সোনার হার, তার মধ্যে একটি লকেটে লেখা ‘গোল্ড ম্যান অব বিহার’।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ২০ বছর বয়সে প্রেম সিংয়ের সোনা পরা প্রথমে আবেগের ব্যাপার ছিল। ধীরে ধীরে এটিকে অভ্যাসে পরিণত করেন। তার দাবি, সোনা পরা মানুষের শরীরের জন্যও ভালো।সোনার গহনা পরার ভাবনা প্রেম সিং দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে পেয়েছেন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘ওই রাজ্যগুলোর মানুষ যদি সোনা পরে ঘুরতে পারেন, তা হলে আমি কেন পারব না? আর সেখান থেকেই নিজের আলাদা পরিচয় গড়ে তোলার পথ তৈরি করি।’

প্রেম আদতে ভোজপুর জেলার কল্যাণপুর পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ঠিকাদার। কাজের সূত্রে রাজধানী শহরে বসবাস করেন। তার উপার্জনের বেশির ভাগ টাকাই খরচ করেন সোনার প্রতি। তার ভাষায়— ‘যতদিন পারব ততদিন নিজের উপার্জিত অর্থে সোনা কিনব।’প্রেম সিং রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ব্যবহার করেন। বাহনটির কিছু অংশ সোনার পাত দিয়ে মুড়িয়েছেন তিনি। তার মোটরসাইকেলে ১০০-১৫০ গ্রাম সোনা রয়েছে। যার আনুমানিক মূল্য ১২-১৪ লাখ রুপি।

প্রেম সিংয়ের শরীরে যে পরিমান সোনা থাকে তার বাজার মূল্য পাঁচ কোটি রুপির বেশি। এত মূল্যের সোনা শরীরে জড়িয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করতে বিন্দুমাত্র ভয় পান না প্রেম। এ বিষয়ে ৪৬ বছর বয়সি প্রেম সিং বলেন— ‘বিহারের সুশাসনের প্রতি আমার ভরসা আছে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ

বাউল শিল্পীদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ