ঢাকা , শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করলো বুলগেরিয়া সরকার রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় কিশোর গ্রেফতার গলায় পোড়া দাগ ছিল একমাত্র ক্লু, যেভাবে ধরা পড়েন আয়েশা বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয় মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে প্রেস সেক্রেটারির ঠোঁটকে মেশিনগানের সঙ্গে তুলনা ট্রাম্পের ডিজির সঙ্গে তর্ক, অব্যাহতির ৪ দিন পর পদে পুর্নবহাল সেই চিকিৎসক আসিফ কি গণগঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন, যা জানা গেল ৫০ ফুট খোঁড়া হলেও সাড়া মেলেনি শিশু সাজিদের কপিল শর্মাকে হুঁশিয়ারি বার্তা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া বীকন ফার্মাসিউটিক্যালস-এর কর্ণধার মো. এবাদুল করিম মারা গেছেন ভোটে জিততে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে: মির্জা ফখরুল বেলারুশ থেকে উড়ে আসছে বেলুন, লিথুয়ানিয়ায় জরুরি অবস্থা গৃহকর্মী গ্রেফতার, জানা গেল মা-মেয়েকে হত্যার কারণ ১২৫ আসনে এনসিপি প্রার্থীদের জেলাভিত্তিক পূর্ণাঙ্গ তালিকা ভোট করবেন আসিফ, কূটনৈতিক পাসপোর্ট জমা; তবে পদত্যাগ কবে— উত্তর দেননি ১০ কোটি ডলারের সরকারি বাড়িতে উঠছেন জোহরান মামদানি

সোনায় মোড়া প্রেম সিং

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ১২:৫৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ১২:৫৬:২৮ অপরাহ্ন
সোনায় মোড়া প্রেম সিং
মাথায় লাল রঙের পাগড়ি, গলায় প্যাঁচানো মোটা শিকলের মতো সোনার হার। হাতে সোনার চওড়া ব্রেসলেট, দু’ হাতের ১০ আঙুলে সোনার ভারী আংটি। তার ব্যবহৃত মোবাইলটিও সোনা দিয়ে মোড়া। এমন লুকে দেখা যায় ভারতীয় নাগরিক প্রেম সিংকে। সবাই তাকে ‘গোল্ড ম্যান অব বিহার’ নামে চেনেন।সারা শরীর পাঁচ কেজি ওজনের সোনা মুড়িয়ে মোটরসাইকেল নিয়ে চষে বেড়ান প্রেম সিং। এমন লুকে তাকে দেখে রীতিমতো হাঁ হয়ে তাকিয়ে থাকেন পথচারীরা।প্রেম সিং বা ‘গোল্ড ম্যান’ ভারতের বিহারের পাটনা শহরের বাসিন্দা। তার জামাকাপড়, বাড়ি-গাড়ির শখ নেই। তার প্রেম কেবল সোনার দিকে। তার গলায় থাকে ১৭টি সোনার হার, তার মধ্যে একটি লকেটে লেখা ‘গোল্ড ম্যান অব বিহার’।

ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ২০ বছর বয়সে প্রেম সিংয়ের সোনা পরা প্রথমে আবেগের ব্যাপার ছিল। ধীরে ধীরে এটিকে অভ্যাসে পরিণত করেন। তার দাবি, সোনা পরা মানুষের শরীরের জন্যও ভালো।সোনার গহনা পরার ভাবনা প্রেম সিং দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে পেয়েছেন। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘ওই রাজ্যগুলোর মানুষ যদি সোনা পরে ঘুরতে পারেন, তা হলে আমি কেন পারব না? আর সেখান থেকেই নিজের আলাদা পরিচয় গড়ে তোলার পথ তৈরি করি।’

প্রেম আদতে ভোজপুর জেলার কল্যাণপুর পঞ্চায়েতের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন ঠিকাদার। কাজের সূত্রে রাজধানী শহরে বসবাস করেন। তার উপার্জনের বেশির ভাগ টাকাই খরচ করেন সোনার প্রতি। তার ভাষায়— ‘যতদিন পারব ততদিন নিজের উপার্জিত অর্থে সোনা কিনব।’প্রেম সিং রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল ব্যবহার করেন। বাহনটির কিছু অংশ সোনার পাত দিয়ে মুড়িয়েছেন তিনি। তার মোটরসাইকেলে ১০০-১৫০ গ্রাম সোনা রয়েছে। যার আনুমানিক মূল্য ১২-১৪ লাখ রুপি।

প্রেম সিংয়ের শরীরে যে পরিমান সোনা থাকে তার বাজার মূল্য পাঁচ কোটি রুপির বেশি। এত মূল্যের সোনা শরীরে জড়িয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করতে বিন্দুমাত্র ভয় পান না প্রেম। এ বিষয়ে ৪৬ বছর বয়সি প্রেম সিং বলেন— ‘বিহারের সুশাসনের প্রতি আমার ভরসা আছে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী

জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী