সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ মারা গেছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুর রউফের একান্ত সহকারী মো. তাওহিদ গণমাধ্যমকে জানান, "স্যার দুই মাস ধরে অসুস্থ ছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একটু আগে হাসপাতালেই মারা গেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতাগুলো শেষ করে তাকে গ্রামের বাড়ি ময়মনসিংহে দাফন করা হবে।"
বাংলাদেশের পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ১৯৯০ সালের ২৫ ডিসেম্বর থেকে ১৯৯৫ সালের ১৮ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন বিচারপতি আব্দুর রউফ।
১৯৯১ সালের জাতীয় নির্বাচন পরিচালনা করে প্রশংসিত হলেও, ১৯৯৪ সালে বিএনপির শাসনামলে মাগুরা উপনির্বাচন নিয়ে বিতর্কিত হন।
পরে তিনি হাইকোর্ট বিভাগে বিচারক হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৯৫ সালের জুনে আপিল বিভাগের বিচারক হিসেবে নিযুক্ত হন।
১৯৯৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি অবসরে যান।