ব্রিটিশ জুনিয়র মিনিস্টার অ্যান্ড্রু গুয়েন হোয়াটসঅ্যাপে আপত্তিকর মন্তব্যের জন্য বরখাস্ত হয়েছেন। তিনি সেখানে লিখেছিলেন, “একজন পেনশনভোগী তাকে ভোট না দেওয়ার কারণে আগামী নির্বাচনের আগেই মারা যাবেন।”
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগও রয়েছে। এছাড়া, ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার এর বিরুদ্ধে ইহুদি বিদ্বেষী মন্তব্য করার অভিযোগও আছে।
এ বিষয়ে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, “প্রধানমন্ত্রী আচরণবিধির ব্যাপারে উচ্চমান বজায় রাখতে প্রতিজ্ঞাবদ্ধ। এ ব্যাপারে তিনি কঠিন সিদ্ধান্ত নিতে কুণ্ঠাবোধ করেন না।
Mytv Online