মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসন্ত উৎসবে পারফর্ম করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা জায়েদ খান। নব্বই দশকের বাংলা সিনেমার গানকে থিম করে আয়োজিত এই অনুষ্ঠানে তার সঙ্গে পারফর্ম করেন আমেরিকার বংশোদ্ভূত মেয়েরা।
জায়েদ খান বলেন, “এখানে এসে আমার দেশের মানুষের ভালোবাসায় সত্যি মুগ্ধ হয়েছি। আশা করছি, প্রবাসে এমন আয়োজন অব্যাহত থাকবে।”
এদিকে, নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’-তে উপস্থাপক হিসেবে যোগ দিয়েছেন তিনি। প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে কাজ শুরু করেছেন এই চিত্রনায়ক।