ঢাকা , বুধবার, ১৪ মে ২০২৫ , ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশ ইন বন্ধে ভারতকে চিঠি মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদ অভিযান শাশ্বত জানালেন বাংলাদেশের প্রথম অভিজ্ঞতা জুনে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ পাঁচ হাজার রোহিঙ্গার জন্য কী উপহার পাঠালো চীন? ঢাকায় জাতীয় সংগীতে বাধা দেয়ায় চবি শিক্ষার্থীদের প্রতিবাদ প্রশংসার কয়েক ঘণ্টা পরই ইরানের ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা শুটিংসেটে আহত হয়ে ঢাকা ফিরেছেন তটিনী কমলো বিমানের তেলের দাম বিপিএলে প্লে অফে বাদ পড়া রংপুর খেলবে গ্লোবাল সুপার লিগে সিঙ্গাপুর থেকে ৫৮৪ কোটি টাকায় আনা হবে এক কার্গো এলএনজি রমনা বটমূলে বোমা হামলা মামলায় ২ জনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড সৌদি পৌঁছালেন ট্রাম্প, ক্রাউন প্রিন্স সালমানের সাথে বৈঠক শুরু বিমান বাহিনীর সদস্যদের উজ্জীবিত করতে আদমপুর ঘাঁটিতে মোদি জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জুলাই ঐক্যের ব্যাচেলর পয়েন্টের সিজন ৫ আসছে সেনা নিহতের সংখ্যা জানিয়ে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের স্কুলে মিয়ানমার জান্তার বিমান হামলা নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের পরবর্তী শুনানি আগামীকাল

এক যুগ পর ‘লঙ্কা জয়’ অস্ট্রেলিয়ার, পন্টিংয়ের যে রেকর্ড ভাঙলেন স্মিথ

  • আপলোড সময় : ০৯-০২-২০২৫ ০২:২৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০২-২০২৫ ০২:২৫:২৯ অপরাহ্ন
এক যুগ পর ‘লঙ্কা জয়’ অস্ট্রেলিয়ার, পন্টিংয়ের যে রেকর্ড ভাঙলেন স্মিথ
গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। রোববার (৯ ফেব্রুয়ারি) টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনেই জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয়ের ফলে ১৪ বছর পর লঙ্কায় দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ জিতলো অজিরা। একই সঙ্গে স্টিভ স্মিথ ভেঙেছেন রিকি পন্টিংয়ের ক্যাচের রেকর্ড।

দ্বিতীয় ইনিংসে মাত্র ৭৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নামে অস্ট্রেলিয়া। যদিও দলীয় ৩৮ রানের মাথায় ওপেনার ট্র্যাভিস হেড (২০) বিদায় নেন। তবে মার্নাস লাবুশানে ও অপর ওপেনার ডেভিড ওয়ার্নার দলকে জয় এনে দেন। এর মাধ্যমে ২০১১ সালের পর আরও দুইবার লঙ্কা সফরে ব্যর্থতার পর এবার শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেলো অজিরা।

এর আগে, প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৫৭ রানের জবাবে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির দুর্দান্ত সেঞ্চুরিতে ৪১৪ রানে বড় লিড নেয় অস্ট্রেলিয়া। ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৩১ রানেই অলআউট হয় স্বাগতিকরা।

৮ উইকেটে ২১১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। মাত্র ৫৪ রানের লিড নিয়ে খেলতে নামা স্বাগতিকদের শেষ ভরসা ছিলেন কুশল মেন্ডিস। প্রথম ইনিংসে অপরাজিত ৮৫ রান করা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে ৫০ রানে পৌঁছেই বিদায় নেন। তার বিদায়ের পর আর লড়াই জমাতে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে দলের পাঁচ ব্যাটার আউট হয়েছেন এক অঙ্কের রানে।

গল টেস্টে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্যাচের রেকর্ড গড়েছেন অধিনায়ক স্টিভেন স্মিথ। রিকি পন্টিংয়ের ১৯৬ ক্যাচের রেকর্ড ছাড়িয়ে তার ঝুলিতে এখন ২০০টি ক্যাচ। উইকেটকিপার ছাড়া সার্বিক ক্যাচ তালিকায় তিনি এখন চতুর্থ স্থানে। তার ওপরে রয়েছেন রাহুল দ্রাবিড় (২১০), জো রুট (২০৭) ও মাহেলা জয়াবর্ধনে (২০৫)।

অ্যালেক্স ক্যারি ১৫৬ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। সিরিজসেরার পুরস্কার উঠেছে স্টিভ স্মিথের হাতে, যিনি দুই ম্যাচে ২৭২ রান করেছেন।

এই ম্যাচ দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক দ্বিমুথ করুণারত্নে।

টেস্ট সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ ফেব্রুয়ারি। এরপর পাকিস্তান সফরে যাবে অজিরা, যেখানে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচ খেলবে তারা।

কমেন্ট বক্স