ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ, গবেষক ও অনুবাদক বিবেক দেবরয় মারা গেছেন। শুক্রবার (১ নভেম্বর) দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদির শাসনামলে ভারত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিবেক দেবরয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ড. দেবরয় এর আগে পুনের গোখলে ইনস্টিটিউট অব পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সের (জিআইপিই) চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে বিবেক দেবরয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোক বার্তায় মোদি বলেন, ‘ড. বিবেক দেবরয় একজন প্রশংসনীয় পণ্ডিত ছিলেন। অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক কিছুতে সুপণ্ডিত ছিলেন। তার কাজের মাধ্যমে, তিনি ভারতের বৌদ্ধিক ল্যান্ডস্কেপে একটি অমোঘ চিহ্ন রেখে গেছেন।’সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জননীতিতে তার অবদানের বাইরেও, তিনি আমাদের প্রাচীন গ্রন্থগুলো নিয়ে অনেক কাজ করেছেন এবং সেগুলোকে তরুণদের কাছে পৌঁছে দিয়েছেন।’বিবেক দেবরয়ের জন্ম শিলংয়ের এক বাঙালি পরিবারে। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে পড়াশোনা শুরু করেন। এরপর তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে এবং দিল্লি স্কুল অব ইকোনমিক্স থেকে পড়াশোন করেন। পরে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও ডিগ্রি নেন।
বিকে দেবরয় ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত ভারত সরকারের নীতি আয়োগের সদস্য ছিলেন। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হন। এর আগে পুনের গোখলে ইনস্টিটিউট অব পলিটিক্স এবং ইকনমিক্সের চ্যান্সেলার পদেও কাজ করেছেন দেবরয়। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রধান পদেও ছিলেন তিনি।