বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় কতটা দক্ষ, তা গত ছয় মাসেই স্পষ্ট হয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে বিএনপি আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
আজ রোববার জাতীয় প্রেসক্লাবে প্রজন্ম একাডেমি ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, সরকার বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করে ভোটের আয়োজন থেকে দূরে থাকতে চায়। তিনি বলেন, “বিচার না করতে পারলে নির্বাচনও হবে না—এমনটা হতে পারে না। সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে।”
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সংবাদ প্রকাশের কারণে যদি কোনো প্রতিষ্ঠানে হামলা হয়, তাহলে তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের সমালোচনা করে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই, যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।