রাজধানীর ধানমণ্ডি আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়।এ ঘটনায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। আর একটু পর পরই চলছে ইটপাটকেল নিক্ষেপ। এ ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে।কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য শিক্ষার্থীদের পক্ষ থেকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমণ্ডি থানার কর্তব্যরত অফিসার সাব্বির হায়দার বলেন, ‘ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।