রাজধানীর শাহবাগ মোড়ে আজ দুপুরে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের এক দল আন্দোলনকারীর সড়ক অবরোধে তীব্র যানজট তৈরি হয়। তাদের দাবি ছিল, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততার মাধ্যমে তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা।
দুপুর ১টা ২০ মিনিটের দিকে শিক্ষকেরা শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নেন, যার ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে এলাকাটিতে ব্যাপক যানজট সৃষ্টি হয়।
পৌনে ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। সেসময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয় এবং পুলিশের তৎপরতায় আন্দোলনকারীরা এলাকা থেকে সরে যেতে বাধ্য হন।
অবশেষে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর পৌনে ২টার দিকে শাহবাগ এলাকায় যান চলাচল সীমিত পরিসরে শুরু হয়, তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে সময় লাগে।