রাজধানীর মিরপুর ১৪ নম্বরে লেপ-তোশকের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, রাজধানীর মিরপুর ১৪ নম্বরে লেপ-তোশকের একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।