রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুনর্বহালের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। তারা ১০ ফেব্রুয়ারি সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলন করেন এবং সাত দিনের মধ্যে দাবি না মানা হলে ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী এবং বেরোবির সমন্বয়ক শামসুর রহমান সুমন। তারা দাবি করেন, ২০০৮ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে আন্দোলনের মাধ্যমে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠিত হয়, যা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ছিল। তবে তারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’ রেখেছেন, যা তাদের মতে যৌক্তিক নয়। তারা বলেন, বেগম রোকেয়া নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তা আরও যথাযথ হতে পারত।
শিক্ষার্থীরা আরও জানান, অতীতে ২০১7 সালে ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ার চেষ্টা হলে শিক্ষার্থীরা আন্দোলন করে সরকারকে ওই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, তিনি বিষয়টি শিক্ষা উপদেষ্টাকে জানিয়েছিলেন এবং তিনি ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও নাম পরিবর্তন চাচ্ছে।