দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী এখন তিনি। আর প্রাক্তন স্বামী তাহসান খান দীর্ঘদিন একা থাকার পর ২০২৫ সালের শুরুতেই দ্বিতীয় ইনিংস শুরুর খবর জানান।
তাহসানের বিয়ের পর মিথিলার প্রতিক্রিয়া জানতে আগ্রহী ছিলেন ভক্তরা। তবে শুরু থেকেই এ বিষয়ে নীরব ছিলেন তিনি। সাবেক স্বামীর প্রতি কোনো শুভেচ্ছাবার্তাও পাঠাননি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অবশেষে মুখ খুললেন মিথিলা।
তিনি বলেন, "বিয়ে নিয়ে আমার কিছুই বলার নাই। এটা নিয়ে কথা বলতেও চাই না। এটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমারও কোনো ব্যক্তিগত বিষয় না যে আমি কথা বলবো। যার জীবনের ঘটনা, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আমার কিছুই বলার থাকতে পারে না।"
এর আগে এক সাক্ষাৎকারে মিথিলা বলেছিলেন, "বিচ্ছেদের পরও তাহসানের সঙ্গে বন্ধুত্ব রয়েছে। সন্তানের স্বার্থ আগে দেখতে হবে। তার মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা জরুরি।"
তিনি আরও বলেন, "আমি আয়রাকে দেখতে পেলাম না, আমি আর তাহসান লড়াই করলাম—এই ইগোর যুদ্ধে তো বাচ্চারই ক্ষতি হবে। তাই তাহসানের সঙ্গে এখনও বন্ধুত্ব রয়েছে। আমাদের প্রায়ই কথা হয় মেয়েকে নিয়ে।"