গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। গত দুই সপ্তাহ ধরে তিনি হাসপাতালে আছেন বলে জানা গেছে।
অন্ত্রের অপারেশনের পর তার হার্ট অ্যাটাক হয়, যার ফলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এছাড়া, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রবীণ এই শিল্পী নিউমোনিয়াতেও আক্রান্ত। তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন হাসপাতালে গিয়ে প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজখবর নেন। বিভিন্ন চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডও নিয়মিত তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে।
কয়েকদিন আগেও হাসপাতালের বিছানায় শুয়ে চিকিৎসকদের জন্য নিজের জনপ্রিয় গান "আমি বাংলায় গান গাই" গেয়ে শোনান তিনি। তবে সপ্তাহখানেক আগে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হলে তাকে কার্ডিওলজি বিভাগে স্থানান্তর করা হয়। পরীক্ষায় তার ফুসফুসে গুরুতর সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণটি ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি মিশ্র প্রকৃতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসকরা কড়া অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলেও তার শারীরিক উন্নতি খুব একটা হয়নি।
প্রতুল মুখোপাধ্যায় ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন। তার জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে রয়েছে "পাথরে পাথরে নাচে আগুন", "যেতে হবে", "ওঠো হে", "স্বপ্নের ফেরিওয়ালা", "তোমাকে দেখেছিলাম", "স্বপনপুরে", "অনেক নতুন বন্ধু হোক", "হযবরল", "দুই কানুর উপাখ্যান", "আঁধার নামে" ইত্যাদি।
বাংলাদেশেও তার বেশ জনপ্রিয়তা রয়েছে। ২০১১ সালের মার্চে বেঙ্গল ফাউন্ডেশন থেকে তার অ্যালবাম "আমি বাংলায় গান গাই" প্রকাশিত হয়।