ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন করেছেন বাদশাহ সালমান কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই শতাধিক ঘর সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান হানি ট্র্যাপে ভারতীয় নৌ কর্মকর্তা, গুরুত্বপূর্ণ তথ্য পাচার সন্ত্রাসবাদকে স্বাভাবিকভাবে না দেখতে বাংলাদেশকে আহ্বান ভারতের গোপনে বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি! পাত্র কে? শেফিল্ডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার বাংলাদেশের হামজা ৬ শতাধিক ফিলিস্তিনির বিনিময়ে আজ ৬ জিম্মিকে ছাড়ছে হামাস এবার ম্যাক্রোঁ ও স্টারমারের ওপর তোপ দাগলেন ট্রাম্প ক্রেতা থাকলেও বিক্রি কম বইমেলায়   খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন: জয়নুল আবদিন রণবীর সিংয়ের মুখে এফবিআই প্রধানের ছবি বসিয়ে অভিনন্দন একুশের পথ ধরেই গণতান্ত্রিক স্বাধিকার অর্জিত হয়েছে- তারেক রহমান ৩ দিন শিলাসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস পেছনে পুলিশ সামনে স্বাধীনতা বলা ছাত্রীকে জামায়াত আমিরের স্যালুট একাধিক বাসে বিস্ফোরণ, ইসরাইলজুড়ে আতঙ্ক মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো ৪৫ বাংলাদেশিকে সীমা ছাড়িয়ে গেছেন ট্রাম্প, কমছে জনপ্রিয়তা: জরিপ ফের স্বর্ণের দামে রেকর্ড, প্রতিভরি ১৫৪৫২৫ টাকা 

দিল্লির নির্বাচনের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে, আশাবাদী বিজেপি

  • আপলোড সময় : ১১-০২-২০২৫ ১১:০২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৫ ১১:০২:২৪ পূর্বাহ্ন
দিল্লির নির্বাচনের প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে, আশাবাদী বিজেপি
দিল্লি বিধানসভা নির্বাচনে বড় জয় পাওয়ার পর বিজেপি নেতারা ঘোষণা দিয়েছেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাদের দল বিপুল ভোটে জয় পাবে। আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে সামনে রেখে বিজেপি ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে। অন্যদিকে, তৃণমূলও সতর্ক অবস্থানে রয়েছে।

দিল্লিতে বিজেপির জয়ের মূল কারণ ছিল দুর্নীতিবিরোধী প্রচার। সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও তার বিলাসবহুল জীবনযাত্রার ইস্যু নিয়ে বিজেপি প্রচার চালায়, যা ভোটারদের মনোযোগ আকর্ষণ করে।

পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধেও একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এখনো কারাগারে, জ্যোতিপ্রিয় মল্লিক ও অনুব্রত মণ্ডল সম্প্রতি জামিনে মুক্ত হয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ আছে। বিজেপি এসব ইস্যুকে কাজে লাগিয়ে প্রচারে নামতে পারে।

তবে পশ্চিমবঙ্গে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হলো নেতৃত্ব সংকট। দিলীপ ঘোষ একসময় সংগঠনকে চাঙ্গা করলেও পরে দুর্বল হয়ে পড়েন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দল একজোট হলেও এখনো বিভক্তি কাটেনি। এছাড়া, পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক দুর্বলতাও লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করে আশাবাদ ব্যক্ত করেছেন যে, ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে টানা চতুর্থবার সরকার গঠন করবে। ২০২১ সালে তৃণমূল ২১৩টি, বিজেপি ৭৭টি এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট ১টি আসন পেয়েছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লির নির্বাচনের প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে, তা নির্ভর করছে বিজেপির সাংগঠনিক শক্তির ওপর। যদি তারা নিজেদের শক্তভাবে গুছিয়ে নিতে পারে, তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন তৃণমূলের জন্য কঠিন হতে পারে। তবে বিজেপি যদি নেতৃত্ব সংকট কাটিয়ে না উঠতে পারে, তাহলে তৃণমূলের অবস্থান আরও শক্তিশালী হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি

মরুভূমি ভ্রমণের সময় তাঁবুতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় নিহত সৌদি দম্পতি