কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজীব আহমেদ হেলু, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা মামলার পলাতক আসামি, ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন। তবে দেশব্যাপী চলমান ডেভিল হান্ট অভিযানে পুলিশ তাকে তার বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে অষ্টগ্রাম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মধুরবহাটি এলাকা থেকে রাজীবকে গ্রেপ্তার করে। তিনি ৫ আগস্টের পর নাশকতার তিন মামলার আসামি হয়ে পলাতক ছিলেন। ৩১ জানুয়ারি, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে একটি ছবি তুলে, ‘সময়ের কারণে সবাইকে বলতে পারি নাই, বিদায় বাংলাদেশ’ লিখে ফেসবুকে পোস্ট করেছিলেন। এই পোস্টের মাধ্যমে তিনি পুলিশের নজর এড়িয়ে দেশে পালানোর চেষ্টা করেছিলেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, রাজীব আহমেদ হেলুকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।