এখন পর্যন্ত সবচেয়ে বড় সাদা হাঙরের সন্ধান মিলেছে আটলান্টিক মহাসাগরে। একদল মহাসাগর গবেষক বিশ্বের রেকর্ড করা সবচেয়ে বড় পুরুষ সাদা হাঙরটির সন্ধান পেয়েছেন, যার নাম কন্টেন্ডার।
গবেষকরা জানাচ্ছেন, ১৭ জানুয়ারি প্রথমে তারা জর্জিয়ার উপকূলে এই হাঙরটির খোঁজ পান। এরপর থেকে কন্টেন্ডারের গতিবিধির ওপর নজর রাখছেন তারা।
সম্প্রতি, গবেষকরা ফ্লোরিডার জলে কন্টেন্ডারকে দেখতে পান। বিশাল সাইজের এই হাঙরটির দৈর্ঘ্য ১৩.৮ ফুট বা ৪.২ মিটার এবং ওজন আনুমানিক ১,৬৫৩ পাউন্ড বা ৭৪৯ কেজি। গবেষকরা একে ‘সত্যিকারের সমুদ্র দৈত্য’ হিসেবে বর্ণনা করেছেন।