উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্লে-অফে আজ রাতে হাইভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে প্রথম লেগের এই ম্যাচ।
চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির পারফরম্যান্স প্রত্যাশিত মানের ধারেকাছেও নেই। এমন পরিস্থিতিতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে পেপ গার্দিওলার দল। শেষ ষোলোয় জায়গা করে নিতে হলে রিয়ালের বিপক্ষে তাদের দিতে হবে কঠিন পরীক্ষা।
চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে গ্রুপ পর্বে দুই দলই প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে। শেষ মুহূর্তে বিদায় এড়িয়েছে ম্যানসিটি, অন্যদিকে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ আছে পয়েন্ট তালিকার ১১ নম্বরে।
টানা চার আসরে ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে নকআউট পর্বে মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। এবারের লড়াইয়ে কে হাসবে শেষ হাসি, তা সময়ই বলে দেবে।