ভালোবাসা দিবসে কষ্টের সুরে শ্রোতাদের মন ছুঁতে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। তার নতুন গান ‘কষ্ট ভীষণ’ প্রকাশ পাবে ১৪ ফেব্রুয়ারি। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী, সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল, আর সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার।
নতুন গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, "গানটিতে শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন। রিজভী ভাইয়ের লেখা, টুটুল ভাইয়ের সুর আর পার্থ দা’র সংগীতায়োজন গানটিকে এক ভিন্নমাত্রা দিয়েছে।"
গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে গানটির চিত্রায়ন করা হয়েছে। ভিডিওতে আসিফ আকবরের সঙ্গে মডেল হিসেবে আছেন মৌরী মাহদী।
গানের গল্প প্রসঙ্গে জানা যায়, ভালোবাসার মানুষ যখন কাছে টেনে কাঁদিয়ে চলে যায়, তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, বরং ওঠে বৈশাখী ঝড়। সেই বেদনার গল্পই উঠে এসেছে ‘কষ্ট ভীষণ’ গানে।
গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। এটি শোনা যাবে ডিএমএস-এর ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।